নতুন লোগো আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম


শুরুতে ফটো নির্ভর অ্যাপ ইনস্টাগ্রাম এবার তাদের পরিচয় বদলাতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় নতুন লোগো আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম। উল্লেখ ফেইসবুক মালিকানাধীন একমাত্র ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম। 

প্রতিষ্ঠানটি বলে, 'আপনার গল্পে কীভাবে স্পন্দনশীল এবং বৈচিত্র‌্যময় পরিণতির প্রতিফলন হয়েছে' তা বোঝানোর জন্যই নতুন ‘আইকন’ ডিজাইন করা হয়েছে। পূর্ববর্তী অ্যাপ আইকন থেকে অনুপ্রাণিত হয়ে, নতুন আইকনে একটি সাধারণ ক্যামেরা এবং ‘গ্রেডিয়েন্ট’ আকারে রংধনুর প্রতিরূপ দেওয়া হয়েছে।

বর্তমানে ইনস্টাগ্রাম-এ প্রতিদিন ৮ কোটির বেশি ছবি এবং ভিডিও শেয়ার করা হয়। আর ২০১৪ সালে টুইটারকে ছাড়িয়ে যাওয়া ইনস্টাগ্রাম-এর বর্তমান ব্যবহারকারী ৪০ কোটি বলে জানায় বিবিসি।

প্রতিষ্ঠানটি বলে, "যখন ইন্সটাগ্রাম চালু হয়, তখন প্রাথমিকভাবে এটা ছবি এডিট এবং শেয়ার করার একটি স্থান ছিল। কিন্তু পাঁচ বছর পরে এটা বিশ্বব্যাপী মানুষদের ছবি এবং ভিডিও শেয়ার করার একটি 'কমিউনিটি'। 

ব্যবহারকারীরা লক্ষ্য করে থাকবেন, এর পরিচিত নীল ‘ব্যাকড্রপ’ পরিবর্তন হয়ে সাদা হয়ে যাবে। সহজ এই ডিজাইনটি অ্যাপটি চালানোর উপায় না বদলে ব্যবহারকারীর ছবি এবং ভিডিওর উপর 'বেশি ফোকাস' করবে।

নতুন ডিজাইনটির কাজ এক বছর আগে শুরু হয়েছিল বলে জানিয়েছে ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটি বলে, "আমরা এমন একটি ভঙ্গি দিতে চেয়েছিলাম যেটা সমাজের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ অভিব্যক্তির প্রতিনিধিত্ব করবে।”

একটি ব্লগে ইনস্টাগ্রামের ডিজাইনাররা দাবী করেছেন, এই নতুন চেহারা শুধু নতুনত্বের স্বার্থে নয়। প্রথমে তাদের লোগোটি সমাজকে প্রতিফলিত করেনি। তারা চাইলে 'এর চেয়ে ভালো' করতে পারতেন।

হোয়াটসঅ্যাপে ভিডিও কল



গত ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী ছিল। ক্রমবৃদ্ধিমান ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে ভিডিও কলের স্বাদ নিতে ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপটি।


অডিও কল ও ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর আগে হোয়াটসঅ্যাপে যোগ হয়েছিল গ্রুপ কলিংয়ের সুবিধা।

এরপর শোনা গিয়েছিল কল ব্লক, ভয়েস মেইল ও জিপ ফাইল শেয়ারিংয়ের সুবিধা যোগ হতে পারে হোয়াটসঅ্যাপে। তবে সেগুলো যোগ না হলেও একেবারে নতুন আরেকটি খবর পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে যোগ হতে যাচ্ছে ভিডিও কলিং সুবিধা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড পুলিশ।
ওয়েবসাইটটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইওএস অপারেটিং সিস্টেমে এই ফিচারটির পরীক্ষামূলক সংস্করণ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। অল্পকিছু ডিভাইসে এই সুবিধাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে কি না আর করলেও কবে নাগাদ করা হবে, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হোয়াটসঅ্যাপের মালিকানা বর্তমানে ফেসবুকের হাতে রয়েছে। ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করছে। ফেসবুক মেসেঞ্জারে এরই মধ্যে যোগ করা হয়েছে ভিডিও কল। এ ছাড়া স্কাইপ, ইমো-এর মতো অ্যাপ্লিকেশনগুলোতেও রয়েছে ভিডিও কলিংয়ের সুবিধা। তবে হোয়াটসঅ্যাপ চেষ্টা করছে ধীরগতির ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীরাও যেন নির্বিঘ্নে ভিডিও কলিংয়ের সুবিধা পেতে পারে। 
২০১০ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করেছিল হোয়াটসঅ্যাপ। চার বছর পর ২০১৪ সালে এক হাজার ৯০০ কোটি (১৯ বিলিয়ন) মার্কিন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নেন ফেসবুকের মার্ক জাকারবার্গ। এখন ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবেই কাজ করছে হোয়াটসঅ্যাপ।

উইন্ডোজ 10 আপগ্রেড করতে না চাইলে যা করতে হবে


আপনি কি পুরনো ভার্সনের উনন্ডোজ ব্যবহার করছেন? আপগ্রেড করার জন্য কি বারবার অনুরোধ আসছে আপনার কাছে? যদি সেটা আসে তাহলে ভাববেন আপনাকে উইন্ডোজের পুরোনো অপারেটিং সিস্টেম থেকে নতুন সংস্করণে নিয়ে যেতে চাইছে মাইক্রোসফট, সে কারণেই বারবার আপনাকে অনুরোধ করা হচ্ছে। তবে আপনি যদি অনুরোধ না রাখতে চান, সেটাও সম্ভব। মানে আপনি যদি পুরোনো অপারেটিং সিস্টেম নিয়েই থাকতে চান, তবে সে পথও খোলা আছে।

উইন্ডোজ ১০ অপারেটিংয়ে আপগ্রেড না করার উপায় জানিয়েছেন সফটওয়্যার ডেভেলপার স্টিভ গিবসন। আর সে উপায় জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিম্যাগ। 

গিবসনের তৈরি উইন্ডোজ ১০ ‘প্রতিষেধক’-এর নাম ‘নেভার১০’ https://www.grc.com/never10.htm। এই কম্পিউটার ইউটিলিটি টুল উইন্ডোজ ৭ কিংবা উইন্ডোজ ৮ ও ৮.১ চালিত কম্পিউটারে ইনস্টল করা থাকলে তা উইন্ডোজ ১০ স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড করা বন্ধ রাখবে।  গিবসন জানান, “শুনতে ‘নেভার১০’ একটু অতিরঞ্জিত মনে হবে। কারণ এই টুল দিয়ে সহজেই আবার স্বাভাবিক উপায়ে উইন্ডোজ ১০ আপডেট করার সুযোগ আছে। তবে এই টুলের প্রাথমিক লক্ষ্য উইন্ডোজ ১০ আপডেট বন্ধ করা।”  

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ উন্মুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২০ কোটি বারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। 

তবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করা নিয়ে বাড়াবাড়ি করার কারণে সমালোচিত হয়েছে মাইক্রোসফট।  পপ-আপ নোটিফিকেশন দিয়ে উইন্ডোজ ১০ আপগ্রেড করা কিংবা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অজান্তেই আপগ্রেড করার বিষয়গুলো নিয়ে অনেক উইন্ডোজ ব্যবহারকারীই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। 
আর সেসব ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখেই গিবসন নিয়ে এসেছেন ‘নেভার১০’ নামের এই ইউটিলিটি।

ওয়ালটনের প্রথম মার্শমেলো স্মার্টফোন GH6


আসছে ওয়ালটন'র প্রথম Marshmallow স্মার্টফোন Primo GH6! 
.
Android 6.0 Marshmallow, এই অপারেটিং সিস্টেমে বড় কোন পরিবর্ত না আসলেও OS ডিজাইন আগের চেয়ে অনেক বেশ ইউনিক করা হয়েছে। Lock Screen, Home Screen,App Drawer, Natification ললিপপের চেয়ে বেটার লুক দেখাবে।
.
.
.

Full Specification:

- Operating System: Android 6.0 Marshmallow

- Display: 5" IPS HD

- Resolution: 1280*720

- Processor: 1.3 GHz Quad Core

- GPU: Mali 400

- Battery: 2000 mAh Li-ion

- Camera: 8 MP + 5 MP

- Memory: 1 GB RAM & 8 GB ROM

- Expandable Memory: Support up to 64 GB

- Dimension: 145 x 73.14 x 9.7 mm cube

- Connectivity: 3G, WiFi, Bluetooth V4, MicroUSB 2.0, USB OTG, OTA Update

- Sensors: Gravity, Light (Brightness), Proximity, GPS, A-GPS

- Release Date: Yet to be announced 

এন্ড্রয়েডের জন্য দারুন একটি মিউজিক প্লেয়ার ডাউনলোড করে নিন

এন্ড্রয়েড ফোনে মিউজিক প্লেয়ারের অভাব নেই। কিন্তু কিছু কিছু প্লেয়ার আছে যা সবথেকে আলাদা এবং চরম স্টাইলিশ। এই মিউজিকপ্লেয়ারটিও তাই। 


প্রথমেই দেখে নিন, এই এপ্সের মধ্যে কি কি আছে/কি কি সুবিধা পাচ্ছেন,

আপনি কখনো এই প্লেয়ার টা ইউজ করেন নি।
অনেক ভাল। নিউ ফিচার। নিউ লুক।
নতুন স্টাইলিস্ট।
এক দম হিট।
মিস করলে আর পাবেন না।

Size only ১২.৩ এম্বি

এপ্স ডাউনলোড লিংক- ডাউনলোড

ত্বক ভালো রাখুন ৩০ বছরের পরও




যৌবনের শেষ দিক, আর বার্ধক্যের দিকে ধীরপায়ে এগিয়ে চলা শুরু হয়। মানুষের জীবনে ৩০ বছর তাই একটা বড় পরিবর্তনের সময়। সাধারণত বয়ঃসন্ধিকালে ত্বকের কিছু সমস্যা হয়। তবে ৩০ বছর বয়সে এসে সমস্যাগুলো হয় ভিন্ন ধরনের। ত্বকে ধীরে ধীরে বলিরেখা পড়তে শুরু করে। ব্রণও হয় কারো কারো। ত্বক তার জৌলুস হারাতে থাকে।  ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্বকের সমস্যা আরো বাড়িয়ে দেয়। তাই এই সময় ত্বকের যত্নটা করা চাই আরো সচেতনভাবে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে ৩০-এ পা দেওয়ার পর ত্বক ভালো রাখার কিছু পরামর্শ।

•     প্রতিদিন ত্বক পরিষ্কার করুন। ঘুমের আগে অবশ্যই মেকআপ ভালোভাবে পরিষ্কার করুন। আর চোখে আইক্রিম লাগান। প্রতিদিন সকালে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। ঘর থেকে বের হওয়ার আগে ময়েশ্চারাইজার আর সান ব্লক মাখুন। চর্ম বিশেষজ্ঞের মতামত নিয়ে ত্বকে এসব প্রসাধনী ব্যবহার করুন।

•    শরীরকে আর্দ্র রাখুন। এক ঘণ্টা পরপর অবশ্যই পানি পান করুন। শরীর ও আবহাওয়ার অবস্থা বুঝে দিনে অন্তত দেড় থেকে দুই লিটার পানি পান করুন। তবে কিডনির রোগীরা পানি পানের পরিমাণটি চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন। 

•    গোসলের পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

•    অ্যান্টি অক্সিডেন্ট-জাতীয় খাবার খান। যেমন : বাদাম, গাঢ় সবুজ শাকসবজি, মিষ্টি আলু, কমলা রঙের শাকসবজি, গ্রিন টি ইত্যাদি খেতে পারেন।

•    ফেসিয়াল ও শরীর ম্যাসাজ করলে ত্বক ভালো থাকে। এগুলো করতে পারেন মাঝে মাঝে।

•    মানসিক চাপ ত্বকের ক্ষতি করে। মানসিক চাপ কমাতে ধ্যান, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, যোগব্যায়াম করতে পারেন। এসব বিষয়গুলো ৩০ বছর বয়সের পর ত্বক ভালো রাখতে সাহায্য করবে।

গ্যালাক্সি এ৯ প্রো স্যামসাং এর নতুন স্মার্টফোন



গত বছরের ডিসেম্বরে গ্যালাক্সি এ৯ স্মার্টফোনটি বাজারে ছাড়ে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি।  যা গ্রাহকদের দৃষ্টি কাড়ে সহজেই। এরপর ব্যবহারকারীরা আশায় ছিলেন এ৯ স্মার্টফোনটির উন্নত একটি সংস্করণের।
এবার স্যামসাং-প্রেমীদের সে আশা পূরণ হলো। স্যামসাং নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ৯ প্রো’ স্মার্টফোনটি। দ্রুতগতির র‍্যাম আর শক্তিশালী ব্যাটারির জন্য এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে বলে আশা করছে স্যামসাং।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে চীনের বাজারে ছাড়া হয়েছে স্মার্টফোনটি। চীনের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ৯ প্রো স্মার্টফোনটির দাম রাখা হয়েছে তিন হাজার ৪৯৯ চীনা ইয়েন। এর আগের মডেল গ্যালাক্সি এ৯-এর দাম রাখা হয়েছিল তিন হাজার ১৯৯ চীনা ইয়েন।

গ্যালাক্সি এ৯ প্রো স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল সিম। ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪ জিবি র‍্যাম ও ৫০০০ এমএএইচের ব্যাটারি। অ্যানড্রয়েড ৫.১ ললিপপ-ভিত্তিক অপারেটিংয়ে চলবে স্মার্টফোনটি। মেটাল ও গ্লাস ফ্রেম দিয়ে স্মার্টফোনটির বডি ডিজাইন করা হয়েছে। গ্যালাক্সি নোট ৫ ও গ্যালাক্সি এস৬-এর মতো করেই গ্যালাক্সি এ৯ প্রো-এর ডিজাইন করা হয়েছে।

এতে রয়েছে ৬ ইঞ্চি ফুল-এইচডি (১০৮০x১৯২০ পিক্সেলস) সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস। প্রসেসর রয়েছে ৬৪-বিট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ এসওসি। সঙ্গে আরো আছে আদ্রেনো ৫১০ জিপিইউ। সেটটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্যামসাং পে সাপোর্ট। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ভি৪.১, জিপিএস, বেইদৌ, এনএফসি, ওয়াই-ফাই এবং ইউএসবি ২.০। সাদা ও সোনালি এই দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।

কম্পিউটারে রান কমান্ডের সহজ ব্যবহার



এক নজরে দেখে নিন কম্পিউটারে রান কমান্ডের সহজ কিছু ব্যবহার। 

একসেসিবিলিটি কন্ট্রোলস – access.cpl
একসেসিবিলিটি উইজার্ড – accwiz
এড হার্ডওয়্যার উইজার্ড – hdwwiz.cpl
এড/রিমুভ প্রোগ্রামস – appwiz.cpl
এডমিনিষ্ট্রিটিভ টুলস – control admintools
অটোমেটিকস আপডেট – wuaucpl.cpl
ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড – fsquirt
ক্যালকুলেটর – calc
সার্টিফিকেটস – certmgr.msc
ক্যারেকটার ম্যাপ – charmap
চেক ডিক্স (ডস) – chkdsk
ক্লিপবোর্ড ভিউয়ার – clipbrd
কমান্ড প্রোম্পট – cmd
কম্পোনেন্ট সার্ভিস – dcomcnfg
কম্পিউটার ম্যানেজমেন্ট – compmgmt.msc
কন্ট্রোল প্যানেল – control
ইউজার একাউন্টস – control userpasswords2
ডেট এন্ড টাইমস – timedate.cpl
ডি.ডি.ই শেয়ার্স – ddeshare
ডিভাইস ম্যানেজার – devmgmt.msc
ডাইরেক্ট এক্স – dxdiag
ডিক্স ক্লিনআপ – cleanmgr
ডিক্স ডিফ্রাগমেন্ট – dfrg.msc
ডিক্স ম্যানেজমেন্ট – diskmgmt.msc
ডিক্স পার্টিশন ম্যানেজার – diskpart
ডিসপ্লে প্রোপার্টিস – control desktop
ডিসপ্লে প্রোপার্টিস – desk.cpl
ড: ওয়াটসন ফর উইন্ডোজ – drwtsn32
ড্রাইভার ভেরিফায়ার ম্যানেজার – verifier
ইভেন্ট ভিউয়ার-eventvwr.msc
ফাইল এন্ড সেটিংস ট্রান্সেফার টুল – migwiz
ফাইল সিগ্নেচার ভেরিফিকেশন টুল – sigverif
ফাইন্ড ফার্ষ্ট findfast.cpl
ফোল্ডার প্রোপার্টিস – control folders
ফন্টস – control fonts
ফন্টস ফোল্ডার – fonts
গেম কন্ট্রোলারস – joy.cpl
গ্রুপ পলিসি এডিটর – gpedit.msc
হেল্প এন্ড সাপোর্ট – helpctr
হাইপারটার্মিনাল – hypertrm
আই.এক্সপ্রেস উইজার্ড – iexpress
ইনডেক্সসিং সার্ভিস – ciadv.msc
ইন্টারনেট কানেক্‌শন উইজার্ড – icwconn1
ইন্টারনেট এক্সপ্লোরার – iexplore
ইন্টারনেট প্রোপার্টিস – inetcpl.cpl
কীবোর্ড প্রোপার্টিস – control keyboard
লোকাল সিকিউরিটি সেটিংস – secpol.msc
লোকাল ইউজারস এন্ড গ্রুপস – lusrmgr.msc
উইন্ডোজ লগঅফ – logoff
মাইক্রোসফট চ্যাট – winchat
মাইক্রোসফট মুভি মেকার – moviemk
এমএস পেইন্ট – mspaint
মাইক্রোসফট সিনক্রোনাইজেশন টুল – mobsync
মাউস প্রোপার্টিস -control mouse
মাউস প্রোপার্টিস – main.cpl
নেট মিটিং – conf
নেটওয়ার্ক কানেকশনস – control netconnections
নেটওয়ার্ক কানেকশনস – ncpa.cpl
নেটওয়ার্ক সেটআপ উইজার্ড – netsetup.cpl
নোটপ্যাড – notepad
অবজেক্ট পেজ মেকার – packager
ওডিবিসি ডাটা সোর্স এডমিনিস্ট্রেটর – odbccp32.cpl
অন স্ক্রিন কীবোর্ড – osk
আউটলুক এক্সপ্রেস – msimn
এমএস পেইন্ট – pbrush
পাসওয়ার্ড প্রোপার্টিস – password.cpl
পারফরমেন্স মনিটর – perfmon.msc
পারফরমেন্স মনিটর – perfmon
ফোন এন্ড মডেম অপশনস – telephon.cpl
ফোন ডায়ালার – dialer
পাওয়ার কনফিগারেশন – powercfg.cpl
প্রিন্টারস এন্ড ফ্যাক্স – control printers
প্রিন্টারস ফোল্ডার – printers
রিজিউনাল সেটিংস – intl.cpl
রেজিষ্ট্রি এডিটর – regedit
রেজিষ্ট্রি এডিটর – regedit32
রিমোট একসেস ফোনবুক – rasphone
রিমোট ডেক্সটপ – mstsc
রিমুভাল স্টোরেজ – ntmsmgr.msc
রিমুভাল স্টোরেজ অপারেটর রিকোয়েষ্ট – ntmsoprq.msc
রেজাল্টেন্ট সেট অপ পলিসি – rsop.msc
স্ক্যানার এন্ড ক্যামেরা – sticpl.cpl
শিডিউল টাস্ক – control schedtasks
সিকিউরিটি সেন্টার – wscui.cpl
সার্ভিসেস – services.msc
শেয়ার্ড ফোল্ডার – fsmgmt.msc
উইন্ডোজ শার্ট ডাউন করা – shutdown
সাউন্ডস এন্ড অডিও – mmsys.cpl
সিস্টেম কনফিগারেশন এডিটর – sysedit
সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি – msconfig
সিস্টেম ইনফোমেশন – msinfo32
সিস্টেম প্রোপার্টিস – sysdm.cpl
টাস্ক ম্যানেজার – taskmgr
টিসিপি টেষ্টার – tcptest
টেলনেট ক্লাইন্ট – telnet
ইউজার একাউন্ট ম্যানেজার – nusrmgr.cpl
ইউটিলিটি ম্যানেজার – utilman
উইন্ডোজ এড্রেস বুক – wab
উইন্ডোজ এড্রেস বুক ইমপোর্ট ইউটিলিটি – wabmig
উইন্ডোজ এক্সপ্লোরার – explorer
উইন্ডোজ ফায়ারওয়াল – firewall.cpl
উইন্ডোজ ম্যাগনিফায়ার – magnify
উইন্ডোজ ম্যানেজমেন্ট – wmimgmt.msc
উইন্ডোজ মিডিয়া প্লেয়ার – wmplayer
উইন্ডোজ ম্যাসেঞ্জার – msmsgs
উইন্ডোজ সিস্টেম সিকিউরিটি টুলস – syskey
আপডেট লাঞ্চ – wupdmgr
উইন্ডোজ ভার্সন – winver
উইন্ডোজ এক্সপি টুর – tourstart
ওয়ার্ড প্যাড – write


এবার গেইমারদের জন্য হোটেল !!


এবার গেমারদের জন্য বিশেষায়িত হোটেল তৈরি করা হয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। এই হোটেলের নাম ‘আর্কেড হোটেল’। মজার এই খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস।
৩৬ রুমের এই হোটেলের প্রত্যেক রুমেই আছে গেমিং কনসোল এবং পূর্ণাঙ্গ গেমিং সুবিধা। রুমে তো বটেই হোটেলের লবিজুড়ে বিভিন্ন গেমিং কনসোল লাগানো রয়েছে। আছে কমিক বুক লাইব্রেরি।
এমনকি অতিথিদের বসার জায়গাতেও রেট্রো কনসোল লাগানো হয়েছে। সিঙ্গেল বা মাল্টিপ্লেয়ারে খেলা যাবে সব গেম। চাইলে দেওয়া হবে কন্ট্রোলার এবং কোমল পানীয়।
আর আগামী কয়েক বছরের মধ্যে বড় একটা ‘ডেডিকেটেড গেমিং রুম’ তৈরির পরিকল্পনা আছে হোটেল কর্তৃপক্ষের। কারণ এখন পর্যন্ত হোটেলে যেসব গেমার এসেছেন তারা রুমে একা বসে গেম খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তাঁরা এক রুমে আরো গেমারদের সঙ্গে গেম খেলতে চান। নাহলে গেমারদের মিলনমেলা হবে কীভাবে!

পারিবারিক ব্যবসার পাশাপাশি গেমিং হোটেলের এই আইডিয়াটি ড্যানিয়েল সালমানোভিচের। আর্কেড হোটেলের মালিক ড্যানিয়েল বলেন, ‘যাঁরা গেম খেলতে পছন্দ করেন, তাঁদের জন্য এটা একটা বিশেষ স্থান। আমি এমন এক জায়গা তৈরি করতে চেয়েছিলাম যেখানে পর্যটক এবং গেমাররা এসে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁদের যেন মনে হয় তাঁরা কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন। আর গেম ছাড়া তো সে পরিবেশ তৈরি করা সম্ভব না।’
তবে যাঁরা গেম খেলতে খুব একটা পছন্দ করেন না, তাঁরা হতাশ হবেন না। আপনাদের জন্যও ব্যবস্থা রয়েছে। আর্কেড হোটেলের খাবার খুবই সুস্বাদু। আর আমস্টারডাম ঘুরে দেখার জন্য নৌকা বা সাইকেল ভাড়ায় পাবেন হোটেল থেকেই।

ওয়ান প্লাস ৩ আসতে পারে বছরের মাঝামাঝিতে


স্মার্টফোন তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। এই ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘ওয়ানপ্লাস ৩’ হাতে পাওয়ার জন্য এখন অনেক ব্যবহারকারীই মুখিয়ে রয়েছেন।

 ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই জানিয়েছিলেন, ২০১৬ সালের মাঝামাঝি নতুন ডিজাইনের ওয়ানপ্লাস ৩ বাজারে ছাড়া হতে পারে।  সে হিসেবে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, আগামী ৭ এপ্রিল ওয়ানপ্লাসের ইভেন্টে উন্মুক্ত করা হতে পারে ওয়ানপ্লাস ৩। 



তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড অথরিটি জানিয়েছে, ৭ এপ্রিল ওয়ানপ্লাস ৩ বাজারে আসার কোনো সম্ভাবনা নেই।  ওয়ানপ্লাসের একজন মুখপাত্র অ্যানড্রয়েড অথরিটিকে জানিয়েছেন, ৭ এপ্রিলের ইভেন্টটি শুধু চীনা বাজারের কথা মাথায় রেখে করা হচ্ছে। সেখানে ‘ওয়ানপ্লাস ৩’ স্মার্টফোন উন্মুক্ত করার কোনো সম্ভাবনা নেই। 
তবে কবে নাগাদ ওয়ানপ্লাস ৩ বাজারে ছাড়া হতে পারে, সে ব্যাপারে কোনো আভাসও দেওয়া হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানপ্লাস ৩-এর আনুষ্ঠানিক নাম হতে পারে ‘ওয়ানপ্লাস এ ৩০০০’। এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি, আদ্রেনো ৫৩০। 
আরো থাকতে পারে ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে ৮ মেগাপিক্সেলের।  
স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে থাকতে পারে কিউএইচডি ডিসপ্লে, যার স্ক্রিন রেজ্যুলেশন ১০৮০ x ১৯২০ পিক্সেলস।  
গত বছর বাজারে ছাড়া হয়েছিল ওয়ানপ্লাস ২। ব্যাপক জনপ্রিয়তা পায় এই স্মার্টফোনটি।